ইরাক-কুয়েত যুদ্ধের ছয় মাসের মাথায় মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী কাছে যখন ইরাকের #পরাজয় নিশ্চিত তখন ইরাকের সৈন্যরা স্বদেশে ফেরত যাচ্ছিল। ঠিক এই সময় ঘটে ইতিহাসের অন্যতম #যুদ্ধাপরাধ। কিন্তু #আন্তর্জাতিক মহলে এই যুদ্ধাপরাধ সম্পর্কে তেমন উচ্চবাচ্য শোনা যায়নি।
১৯৯০ সালের ২ আগস্ট ইরাক তার প্রতিবেশী দেশ #কুয়েতে #আক্রমণ করে। ধরনা করা হয় কুয়েতের শাসকরা ঋণ মওকুফ করতে অস্বীকৃতি বা কুয়েতের অতিরিক্ত তেল উৎপাদনের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস এর মতো ঘটনা গুলো পছন্দ হয় নি সাদ্দাম হুসেইনের। এর ফলশ্রুতিতে #সাদ্দাম #কুয়েত আক্রমের সিদ্ধান্ত নিয়েছিলো। হাইওয়ে এইট্টি (Highway 80) পথ ধরে ইরাকের সৈন্যরা কুয়েত আক্রমণের কয়েকদিনের মাথায় কুয়েতের পতন ঘটে। কুয়েতের রাজপরিবারের সদস্যরা #সৌদি আরবে আশ্রয় নিতে বাধ্য হয়। আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলেও ইরাক এটিকে কর্ণপাত করে নি। #জাতিসংঘ কর্তৃক ইরাকের #সেনাবাহিনী প্রত্যাহার জন্য সময় বেঁধে দেয়া হয় কিন্তু এতেও অস্বীকৃতি জানায় ইরাক।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরাকি বাহিনীকে উৎখাত করতে ‘যেকোনো পদক্ষেপ’ গ্রহণ করার প্রস্তাব অনুমোদন দেয়। এরপরই মূলত ন্যাটোর #যৌথ #সেনাবাহিনী ইরাকি দখলদার বাহিনীর উপর আক্রমণ চালায়, শুরু হয় ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’। যুদ্ধের শেষ দিকে যখন ইরাকের পরাজয় নিশ্চিত তখন ইরাকের বাহিনী পশ্চাদপসরণ শুরু করে। হাইওয়ে এইট্টি এর পথ ধরেই ফিরে আসতে শুরু করে তারা। এই পথে ওঁৎ পেতে থাকা মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ইরাকের দীর্ঘ গাড়িবহরের উপর হামলা শুরু করে। শুরুর ও শেষের যানবাহনগুলোর উপর বোমাবর্ষণ করায় মধ্যের যানবাহন গুলোর জন্য আর পথ ছিল না।
এরপরে প্রায় দশ ঘন্টা ধরে চলে অবিরাম বোমাবর্ষণ। প্রায় ১০ হাজারের মতো সেনার মৃত্যু ও সাড়ে তিন হাজার গাড়ি ধ্বংসের পর ধ্বংসস্তুপে পরিণত হয় পুরো রাস্তা। মার্কিন জোটের এই #হামলা সুস্পষ্ট ‘যুদ্ধাপরাধ’ কারণ ইরাকি সেনাবাহিনী পরাজয় নিশ্চিত জেনে স্বদেশে ফিরছিল। কিন্তু এই #যুদ্ধাপরাধ নিয়ে কখনোই উচ্চবাক্য শোনা যায় নি আন্তর্জাতিক মহলে। তাহলে কি পশ্চিমাদের সব অপরাধের কোন বিচার নেই???
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
#পরাজয় #যুদ্ধাপরাধ #কুয়েত #সেনাবাহিনী #কলকাতা #আন্তর্জাতিক #কুয়েতে #আক্রমণ #সাদ্দাম #সৌদি #জাতিসংঘ #যৌথ #হামলা #bangladesh #bangla #bengali #dhaka #bangladeshi #kolkata #বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী
বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা।
বিশ্বব্যাপী #কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা করেছে #বিশ্ব #স্বাস্থ্য #সংস্থা। শুক্রবার সংস্থার মহাপরিচালক এ ঘোষণা দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণা মহামারি অবসানের দিকে একটি বড় পদক্ষেপ। করোনা মহামারির কারণে বিশ্বে ৬৯ লাখেরও বেশি মানুষ মারা গেছে এবং বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে।
সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস, ‘গতকাল, জরুরি কমিটি ১৫তম বৈঠক করেছে এবং আমাকে #আন্তর্জাতিক উদ্বেগের জরুরি জনস্বাস্থ্য অবস্থার অবসান ঘটানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি। তাই আমি অত্যন্ত আশার সাথে আমি বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা করছি।’
২০২০ সালের ৩০ জানুয়ারি বিশ্ব #স্বাস্থ্য সংস্থার জরুরি #কমিটি প্রথম #কোভিড-১৯ কে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে। সংস্থার এই #ঘোষণা আন্তর্জাতিক মনোযোগ এবং টিকা ও চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সহযোগিতা করে।
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #BD
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী
#কোভিড #বিশ্ব #সংস্থা #স্বাস্থ্য #আন্তর্জাতিক #কমিটি #ঘোষণা #bangladesh #bangla #bengali #dhaka #bangladeshi #bd #বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী
বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা।
বিশ্বব্যাপী #কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা করেছে #বিশ্ব #স্বাস্থ্য #সংস্থা। শুক্রবার সংস্থার মহাপরিচালক এ ঘোষণা দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণা মহামারি অবসানের দিকে একটি বড় পদক্ষেপ। করোনা মহামারির কারণে বিশ্বে ৬৯ লাখেরও বেশি মানুষ মারা গেছে এবং বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে।
সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস, ‘গতকাল, জরুরি কমিটি ১৫তম বৈঠক করেছে এবং আমাকে #আন্তর্জাতিক উদ্বেগের জরুরি জনস্বাস্থ্য অবস্থার অবসান ঘটানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি। তাই আমি অত্যন্ত আশার সাথে আমি বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা করছি।’
২০২০ সালের ৩০ জানুয়ারি বিশ্ব #স্বাস্থ্য সংস্থার জরুরি #কমিটি প্রথম #কোভিড-১৯ কে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে। সংস্থার এই #ঘোষণা আন্তর্জাতিক মনোযোগ এবং টিকা ও চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সহযোগিতা করে।
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #BD
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী
#স্বাস্থ্য #সংস্থা #আন্তর্জাতিক #কমিটি #ঘোষণা #bangladesh #bangla #bengali #bd #বাংলাদেশ #বাংলা #ঢাকা #বাংলাদেশী #কোভিড #বিশ্ব #বাঙালী #dhaka #bangladeshi
বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা।
বিশ্বব্যাপী #কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা করেছে #বিশ্ব #স্বাস্থ্য #সংস্থা। শুক্রবার সংস্থার মহাপরিচালক এ ঘোষণা দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণা মহামারি অবসানের দিকে একটি বড় পদক্ষেপ। করোনা মহামারির কারণে বিশ্বে ৬৯ লাখেরও বেশি মানুষ মারা গেছে এবং বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে।
সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস, ‘গতকাল, জরুরি কমিটি ১৫তম বৈঠক করেছে এবং আমাকে #আন্তর্জাতিক উদ্বেগের জরুরি জনস্বাস্থ্য অবস্থার অবসান ঘটানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি। তাই আমি অত্যন্ত আশার সাথে আমি বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা করছি।’
২০২০ সালের ৩০ জানুয়ারি বিশ্ব #স্বাস্থ্য সংস্থার জরুরি #কমিটি প্রথম #কোভিড-১৯ কে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে। সংস্থার এই #ঘোষণা আন্তর্জাতিক মনোযোগ এবং টিকা ও চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সহযোগিতা করে।
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #BD
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী
#কোভিড #বিশ্ব #সংস্থা #আন্তর্জাতিক #কমিটি #ঘোষণা #bangladesh #bangla #bengali #dhaka #bangladeshi #bd #বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #স্বাস্থ্য
বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা।
বিশ্বব্যাপী #কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা করেছে #বিশ্ব #স্বাস্থ্য #সংস্থা। শুক্রবার সংস্থার মহাপরিচালক এ ঘোষণা দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণা মহামারি অবসানের দিকে একটি বড় পদক্ষেপ। করোনা মহামারির কারণে বিশ্বে ৬৯ লাখেরও বেশি মানুষ মারা গেছে এবং বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে।
সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস, ‘গতকাল, জরুরি কমিটি ১৫তম বৈঠক করেছে এবং আমাকে #আন্তর্জাতিক উদ্বেগের জরুরি জনস্বাস্থ্য অবস্থার অবসান ঘটানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি। তাই আমি অত্যন্ত আশার সাথে আমি বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা করছি।’
২০২০ সালের ৩০ জানুয়ারি বিশ্ব #স্বাস্থ্য সংস্থার জরুরি #কমিটি প্রথম #কোভিড-১৯ কে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে। সংস্থার এই #ঘোষণা আন্তর্জাতিক মনোযোগ এবং টিকা ও চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সহযোগিতা করে।
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #BD
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী
#কোভিড #সংস্থা #কমিটি #bangla #bengali #dhaka #bangladeshi #বাংলা #ঢাকা #বাংলাদেশী #বিশ্ব #স্বাস্থ্য #আন্তর্জাতিক #ঘোষণা #bangladesh #bd #বাংলাদেশ #বাঙালী