মাত্র ১৪ বছর বয়সেই ইলন মাস্কের কোম্পানি ‘স্পেস এক্স’ এ সফটওয়্যার #ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর #কাইরান #কাজি।
আর কিছুদিন প শেষ করবেন। এই ইউনিভার্সিটির ১৭২ বছরের ইতিহাসে তিনিই #সর্বকনিষ্ঠ #গ্রাজুয়েট হবেন। এর আগেই স্পেস এক্সে নিয়োগ পেলেন তিনি। স্পেস এক্সে মূলত তিনি স্টারলিংকে প্রজেক্টের #ইঞ্জিনিয়ারিং টিমে কাজ করবেন। #রিপোর্ট অনুযায়ী মাত্র তৃতীয় শ্রেণিতে পড়াকালীন তার মনে হয় স্কুলের #পড়াশোমা তার জন্য এতটা চ্যালেঞ্জিং নয়। এরপর তার মা-বাবা মাত্র ৯ বছর বয়সে তাকে আমেরিকার একটি #কমিউনিটি কলেজে ভর্তি করিয়ে দেন। এরপর মাত্র ১১ বছর বয়সে তিনি সান্তা ক্লারা #ইউনিভার্সিটিতে #কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার #যোগ্যতা অর্জন করেন।
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
#যোগ্যতা #bangladesh #bangla #bengali #bangladeshi #বাংলা #ঢাকা #বাংলাদেশী #ইঞ্জিনিয়ারিং #রিপোর্ট #পড়াশোমা #কম্পিউটার #ইঞ্জিনিয়ার #কাইরান #কাজি #সর্বকনিষ্ঠ #গ্রাজুয়েট #কমিউনিটি #ইউনিভার্সিটিতে #dhaka #kolkata #বাংলাদেশ #বাঙালী #কলকাতা