কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।
কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।
কোথায় গেল মাটির কলস
সেই কলসির জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!
শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।
শিরোনাম :-হারানো দিনের স্মৃতি
লেখায় :-ফেরদৌস আহমেদ
বই :-কালের চিত্র
#কবিতা #বাংলা #বাংলাদেশ #বাংলায়_হ্যাস_ট্যাগ #বাঙালী #Bangla #Bangladesh #Bengali
@bengali_convo @mastindia
#bengali #Bangladesh #Bangla #বাঙালী #বাংলায_হযাস_টযাগ #বাংলাদেশ #বাংলা #কবিতা
শেষ কবে হেসেছি
সত্যি মনে নেই
একদম মনে নেই
শেষ কবে কেঁদেছি
তাও মনে নেই
তিন সত্যি !
হতে পারে নোনাজল উড়ে গেছে মেঘের মতন পাশ কাটিয়ে বহুদূর আমার জন্য ওর সময় নেই।
#কবিতা
#emselimahmed #বাংলা #বাংলাদেশ #Bangla #Bangladesh #বাংলায়হ্যাশট্যাগ #Bengali @bengali_convo
#কবিতা #emselimahmed #বাংলা #বাংলাদেশ #bangla #bangladesh #বাংলাযহযাশটযাগ #bengali
তুমি জানতে না কতদিন তোমায় সুন্দর বলেছি ভালোবেসে।
তুমি বুঝলে আধুনিক চাটুকারিতায় ভরা শহরের উন্মাদ ধ্বনি,
আমি তবু বলিনি, ওখানে যেও না, ওরা তোমায় ছিড়ে খাবে।
কেননা আমার নির্ঘুম রাতের আধো ঘুমে তোমার ক্ষণিক স্বপ্নও আমার জন্য বিলাসিতা।
রাত্রির শেষ প্রহরে শুদ্ধস্বরে যাকে ভালোবাসি বলে চিৎকার করেছি,
নন্দিনী; সেই তুমি।
তাইতো মুক্তি খুঁজি কবিতায়
মধ্যবিত্ত রক্তে কবিতার চেয়ে আর বড় কিসে মুক্তি খুঁজবো?
#কবিতা #emselimahmed #বাংলা #বাংলাদেশ #Bangla #Bangladesh #বাংলায়হ্যাশট্যাগ #Bengali @bengali_convo
#কবিতা #emselimahmed #বাংলা #বাংলাদেশ #bangla #bangladesh #বাংলাযহযাশটযাগ #bengali
আমি ভুল সময়ে জন্মেছি তাই আমায় কেউ চিনতে পারে না।
আমার টেবিল চেয়ারে বসে থাকার কথা ছিল না।
#সুনীল_গঙ্গোপাধ্যায়
#বাংলা #কবিতা #বাংলায়হ্যাস্ট্যাগ #বাংলাদেশ #emselimahmed @bengali_convo
#সুনীল_গঙগোপাধযায #বাংলা #কবিতা #বাংলাযহযাসটযাগ #বাংলাদেশ #emselimahmed
পাখির নীড়ের মত চোখ তুলে
নাটরের বনলতা সেন,
এতদিন কোথায় ছিলেন?
#Bangla #জীবনানন্দ_দাশ #কবিতা #বাংলায়_হ্যাস_ট্যাগ #বাংলা #নাটরের_বনলতা_সেন @bengali_convo
#bangla #জীবনাননদ_দাশ #কবিতা #বাংলায_হযাস_টযাগ #বাংলা #নাটরের_বনলতা_সেন