Bangladesh :verified:​ · @Bangladesh
52 followers · 1 posts · Server qoto.org

চলতি অর্থবছরের জুলাই-এপ্রিলে তৈরি রপ্তানি ৩৮.৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রপ্তানি ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে তৈরি রপ্তানি ৩৮ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ০৯ শতাংশ বেশি।

বিভিন্ন ক্যাটাগরির বিশদ বিবরণে দেখা গেছে, আট দশমিক ৯৭ শতাংশ ও ৯ দশমিক ২৪ শতাংশ বছর-বছর বৃদ্ধি নিয়ে নিটওয়্যার ও ওভেন রপ্তানি যথাক্রমে ২০ দশমিক ৯৬ বিলিয়ন ও ১৭ দশমিক ৬০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।সামগ্রিকভাবে, এটি বাংলাদেশের সামগ্রিক তৈরি রপ্তানি আয়ের স্থিতিশীল প্রবৃদ্ধির লক্ষণ।

সামগ্রিক ইতিবাচক প্রবণতা নির্বিশেষে, একক মাসের পরিসংখ্যানের আরও বিশদ পরিদর্শনে পোশাক প্রবৃদ্ধির সাম্প্রতিক হ্রাস দেখা যায়।


@bengali_convo
@masindia

#পোশাক #উন্নয়ন #dhaka #bd #ঢাকা #বাংলাদেশী #গার্মেন্টস #রপ্তানি #bangladesh #bangla #bengali #bangladeshi #বাংলাদেশ #বাংলা #বাঙালী

Last updated 1 year ago