যে #পোস্ট #অফিসে একটা মানি অর্ডার আসার জন্য তীর্থের কাকের মত জনতারা #অপেক্ষা করত,সেটা আজ পরিত্যক্ত।
যেই ছেলে ১৩ টাকার #বেনসন কিনে বন্ধু'দের সামনে অহংকারের ধোঁয়া ছাড়তো...সেই ছেলে এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের কাছে দোয়া চায়...!!
ন্যায্যমূল্যে ৫ কেজি মোটা #চাল কেনার জন্য যেই লোক'টা কাঠফাটা রৌদ্রে ২০ জনের পিছনে লাইনে দাঁড়িয়ে থাকতো দুই-আড়াই ঘন্টা, আজ উনার বাড়ীর সামনে লোকজন লাইন ধরে বসে থাকে পেটভরে খেতে পাবে সেই আশায়...!!
মাসের ৫ তারিখের মধ্যে #ভাড়া দিতে না পারলে,বাড়ী ছেড়ে দেয়ার হুমকি দিতেন যেই হাজীসাহেব..উনি আজকে শ্বশুরবাড়ীতে #আশ্রয় নিয়েছেন #ব্যাংক নিলামের শিকার হয়ে...!!
যে #শিক্ষক ক্লাসের সবচেয়ে অপছন্দের ছেলেটা কে অমানুষ বলে প্রতিদিন অপমান করত সেই ছেলেটাই আজকে #দায়িত্ব নিয়েছে শিক্ষকের সন্তানকে মানুষ বানানোর বৈশ্বিক চ্যালেন্জের...!!
এক সময়কার নামকরা বিউটি সোপ #কসকো আজ #টয়লেটে ব্যবহৃত হচ্ছে। পূর্ব পুরুষ হতে #প্রজন্ম প্রজন্ম ধরে যারা আপনার বাড়িতে কাজ করে পেটের জ্বালা মিটাত তাদের সন্তানেরা আজ আপনার বংশধরদের ভিটেছাড়া করতে চায়!!
#সময় খুব'ই নির্মম,খুব'ই অমানবিক আবার মাঝে মাঝে খুব'ই রোমান্টিক! কখন কি উপহার নিয়ে দাঁড়িয়ে যাবে আপনার সামনে,আপনি টেরই পাবেন না...!!
সময় কখনোই স্থির নয়, সব-সময় আপনার নয়, #সারাজীবন আপনার পক্ষেও নয় আবার বিপক্ষেও নয়! সুতরাং এই সময়'কে সুযোগ দম্ভ, প্রতিশোধপরায়ন, #হতাশ কিংবা আনন্দিত হবার কিছুই নাই, #অহংকার কিংবা দাম্ভিকতারও কিছুই নাই... চিরকাল কারো সমান নাহি যায়। আপনার এই কষ্টের সময়ও #একদিন ফুরিয়ে যাবে #ইনশাআল্লাহ। শুধু ধৈর্য্য দরে সময়ের সৎ ব্যবহার করে আল্লাহর উপর ভরসা রেখে পরিশ্রম করাই আমাদের কাজ।
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
#অপেক্ষা #চাল #শিক্ষক #দায়িত্ব #কসকো #টয়লেটে #সারাজীবন #একদিন #bangla #ঢাকা #বাংলাদেশী #কলকাতা #পোস্ট #বেনসন #ভাড়া #প্রজন্ম #সময় #হতাশ #অহংকার #ইনশাআল্লাহ #bangladeshi #বাংলাদেশ #বাংলা #বাঙালী #অফিসে #আশ্রয় #ব্যাংক #bangladesh #bengali #dhaka #kolkata