Bangladesh :verified: · @Bangladesh
70 followers · 215 posts · Server mstdn.social

ঐতিহাসিক ৭ মার্চ আজ

শত বছরের শত সংগ্রাম শেষে, রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা। কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ সেই থেকে শব্দটি আমাদের।

কবি এভাবেই শেখ রহমানের ৭ ই মার্চের ভাষণকে বর্ণনা করেন।

#মুজিবুর #বঙগবনধু #নিরমলেনদু #সবাধীনতা

Last updated 3 years ago