EM Selim Ahmed :verified: · @emselimahmed
11 followers · 44 posts · Server tilde.zone

Why I choice ?
কেন আমি ইন্সট্যান্স কে পছন্দ করলাম?

নিচের কিছু গুরুত্বপূর্ণ কারন উল্লেখ করা হলোঃ
১। এখানে আপনি একটি টুটে সর্বোচ্চ ৫০০০ টি বর্ন লিখতে পারবেন।
২। এটির ভার্শন ৪.০.২ তে উন্নিত করা হয়েছে। এটাই মাস্টাডনের সর্বশেষ ভার্শন।

৩। এটি ১৭,৮০৯ টি ইন্সট্যান্সের সাথে পরিচিত। যেখানে অন্যান্য জনপ্রিয় ইন্সট্যান্সে ৪-৫০০০ টির মত। মানে মাস্টাডনে চালু ও বন্ধ মিলে সর্বমোট ১৭, ৮০৯ টি ইন্সট্যান্স এর নাম এদের সার্ভারে যুক্ত আছে। যদি চেক করতে চান তাহলে এই লিংকে ক্লিক করে আপনার ব্যবহারকৃত ইন্সট্যান্সের নাম লিখে খুজুন। mastodon.help/instances
পেয়ে যাবেন আপনার ইন্সট্যান্সের বিস্তারিত।

৪। এখানে সদস্য সংখ্যা ১৪৫২ জন এবং প্রায় সবাই নিয়মিত একটিভ থাকে।
৫। ২০১৮ সাল থেকে এই ইন্সট্যান্স টি নিয়মিত চালু আছে। মানে নির্ভরযোগ্য ইন্সট্যান্স বলা চলে।
৬। বোনাস হিসেবে পাচ্ছেন আপনার নামের পাশে :verified: টিক চিহ্ন।
আর কি লাগে? একের ভিতর সব। ৫০০০ বর্নের টুট, ১৭০০০+ ইন্সট্যান্সের সাথে পরিচিত, নামের পাশে নীল টিক চিহ্ন, সর্বোশেষ ৪.০.২ ভার্শনে উন্নিত। পছন্দ হলে চলে আসুন tilde.zone এ।

@bengali_convo

#tildezone #mastodontips #bangla #বাংলা #বাংলাহযাসটযাগ #মাসটাডনটিপস #emselimahmed

Last updated 3 years ago