EM Selim Ahmed :verified: · @emselimahmed
26 followers · 140 posts · Server tilde.zone

:direction_left:​শেষ চিঠি :direction_right:​
স্বকীয়তা রক্ষায় রক্ষণশীল এক নারী অকপটে সব ভূলে যেতে পারে সেটা জানা ছিল। তবে প্রয়োজনীয়তা যদি উপলব্ধির মধ্যমনি হয়ে যায় তবে তাকে স্বার্থ আপন বলতে দ্বিধা নেই। ভেবেছো কি, দিন শেষে একান্ত নিজের বলে অবশিষ্ট কি আছে? সেটা ভাববার অবকাশ থাকাও তো চাই।

অতিথি আপ্যায়নের তাগিদে যে মুহূর্ত আমাকে দিয়েছিলে ধন্যযোগ করতে দ্বিধা নেই। ক্ষমাপ্রার্থী, তবে অনাধিকার চর্চা করা টা আমার রীতিমতো বাজে একটা স্বভাব হয়ে গিয়েছে।

সবাই তার নিজের রাজ্যের রাজা/রাণী। সেখানে উটকো অতিথির আনাগোনার অবেলায় যতসামান্য একজনের অনুপ্রবেশ সহজ ছিল বৈকি। নিভে যাওয়া প্রদীপের শেষ অবলম্বন টুকুও শেষ হওয়ার অপেক্ষায়।
---------কেউ না


@bengali_convo

#শেষচিঠি #বাংলা #বাংলাদেশ #ভারচুযালচিঠি #bangla #bangladesh #emselimahmed

Last updated 3 years ago