আগেই বলেছিলাম বাংলার #ইতিহাস #history #ঐতিহ্য #tradition #সংস্কৃতি #culture নিয়ে আলোচনা করতে চাই। @hutomp -এর একটা টুট পড়ে একটা কথা মাথায় এল।বাংলায় #হ্যাশট্যাগ #hashtag কি চালু করা যায় না?মাথায় এল,এবছরের(২০২২) ২১ ফেব্রুয়ারি ইউনেস্কোর থিম ছিল অনলাইন ক্ষেত্রে ভাষাবৈচিত্র্যের অভাব নিয়ে।আমরা যদি নিজেদের ভাষা অনলাইন মাধ্যমে না ব্যবহার করি,তবে তা দীর্ঘমেয়াদি ক্ষেত্রে অনলাইন ক্ষেত্র থেকে অবলুপ্ত অবধি হয়ে যেতে পারে।কিন্তু পোস্টের রিচ বাড়াতে ইংরাজি হ্যাশট্যাগ ব্যবহারও জরুরি।অতএব,এই বাংলা-ইংরাজি মিশ্র হ্যাশট্যাগ ব্যবহারের ভাবনা।আপনাদের অনুরোধ,বাংলা হ্যাশট্যাগ চালুর এই প্রক্রিয়ায় আপনিও সামিল হন।দয়া করে,আমার মতো ইংরাজি বাংলা হ্যাশট্যাগ ব্যবহার শুরু করুন।অন্যদেরও এভাবে ব্যবহার করতে অনুরোধ জানান।
#ইতিহাস #history #ঐতিহয #tradition #সংসকৃতি #culture #হযাশটযাগ #hashtag